ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় : কেমিক্যাল কারখানার চারপাশে ১০০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা

মোঃ হানিফ হেসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫১২ Time View

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ভয়াবহ কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, কেমিক্যাল কারখানার ভেতর থেকে এখনো বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। তাই ১০০ মিটারের মধ্যে মানুষ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ এসব গ্যাসে তাৎক্ষণিক ক্ষতি নাও হতে পারে, তবে দীর্ঘমেয়াদে মানবদেহে গুরুতর প্রভাব ফেলতে পারে। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলের ভেতরে ও আশপাশে এখনো তীব্র গন্ধ বিরাজ করছে। যে কারণে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আশপাশের পরিবেশ নিরাপদ করতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার জনাব মোঃ খাইরুল বাহার বলেন, দাহ্য ও বিষাক্ত কেমিক্যাল যেখানে মজুত থাকে, সেখানে দুর্ঘটনা ঘটলে দীর্ঘস্থায়ী ঝুঁকি তৈরি হয়। আগুন নেভানোর পরও এ ধরনের কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে পারে, যা মানুষের শরীরে ধীরে ধীরে ক্ষতি করতে পারে।
একই বিভাগের লেকচারার জনাব মোঃ ফারহাতুল আবরার বলেন, “সাহারা মার্কেটের এ ধরনের কারখানা নগর এলাকায় বড় ধরনের হুমকি। এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন ও সেফটি মেকানিজম না থাকায় দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন যেটা সবচেয়ে জরুরি, সেটি হলো আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে রাখা এবং বায়ুমণ্ডলে বিষাক্ততার মাত্রা নিয়মিত পরীক্ষা করা। স্থানীয়রা বলছেন, দুর্ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট ও মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় : কেমিক্যাল কারখানার চারপাশে ১০০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা

মোঃ হানিফ হেসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ভয়াবহ কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, কেমিক্যাল কারখানার ভেতর থেকে এখনো বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। তাই ১০০ মিটারের মধ্যে মানুষ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ এসব গ্যাসে তাৎক্ষণিক ক্ষতি নাও হতে পারে, তবে দীর্ঘমেয়াদে মানবদেহে গুরুতর প্রভাব ফেলতে পারে। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলের ভেতরে ও আশপাশে এখনো তীব্র গন্ধ বিরাজ করছে। যে কারণে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আশপাশের পরিবেশ নিরাপদ করতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার জনাব মোঃ খাইরুল বাহার বলেন, দাহ্য ও বিষাক্ত কেমিক্যাল যেখানে মজুত থাকে, সেখানে দুর্ঘটনা ঘটলে দীর্ঘস্থায়ী ঝুঁকি তৈরি হয়। আগুন নেভানোর পরও এ ধরনের কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে পারে, যা মানুষের শরীরে ধীরে ধীরে ক্ষতি করতে পারে।
একই বিভাগের লেকচারার জনাব মোঃ ফারহাতুল আবরার বলেন, “সাহারা মার্কেটের এ ধরনের কারখানা নগর এলাকায় বড় ধরনের হুমকি। এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন ও সেফটি মেকানিজম না থাকায় দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন যেটা সবচেয়ে জরুরি, সেটি হলো আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে রাখা এবং বায়ুমণ্ডলে বিষাক্ততার মাত্রা নিয়মিত পরীক্ষা করা। স্থানীয়রা বলছেন, দুর্ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট ও মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।