ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে পুনর্বহালে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা এক দফা দাবীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিরা মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বললেন নাহিদ নার্সিং পেশা সংস্কারের দাবিতে মানববন্ধন শেখ হাসিনাকে ‘আপা আপা’ বলা আ.লীগকর্মী তানভীর বহিষ্কার কলকাতায় ইলিশের জন্য হাহাকার, কেজি ৫ হাজার টাকা ফের ৫ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী লেবাননে পেজার হামলা, মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের শঙ্কা রাশিয়ার উসকানিদাতা কবি, সাংবাদিকরাও বিচারের আওতায় আসবেন: নাহিদ আছাদুজ্জামান মিয়ার ব্রিফকেসে ১০ কোটি টাকার এফডিআরের নথি

ঝিনাইদহে অস্ত্র মামলায় যুবকের ২৪ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৭১ Time View

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক ব্যক্তির ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন। আকরাম হোসেন উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদরাসা থেকে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির সময় একটি ওয়ানশুটার গান ও ১০ রাউন্ডগুলিসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ওইদিন পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়। পরের মাসে পুলিশ আদালতে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় তিনটি ধারায় আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদণ্ড দেন। বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহে অস্ত্র মামলায় যুবকের ২৪ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
Update Time : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক ব্যক্তির ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন। আকরাম হোসেন উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদরাসা থেকে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির সময় একটি ওয়ানশুটার গান ও ১০ রাউন্ডগুলিসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ওইদিন পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়। পরের মাসে পুলিশ আদালতে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় তিনটি ধারায় আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদণ্ড দেন। বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।