ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কোরআন মজিদের ৪০ আয়াতে আল্লাহ-ও রাসুলের নাম একসাথে পাশাপাশি লিখাঃ যেমন! নোয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১৪ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে দুইপাড়ের কয়েকশ পরিবার সবার স্বার্থে সিন্ডিকেটের কবল থেকে বাজারকে রক্ষা করতে হবে: পাটমন্ত্রী সিলেটে পানি আরও কমছে, খুলছে পর্যটন কেন্দ্র সিলেটে বন্যার জন্য অলওয়েদার সড়ক কতটা দায়ী? আশুগঞ্জে ব্যাংকের নিরাপত্তাকর্মী হত্যা: দুইজনের যাবজ্জীবন, তিনজনের ১০ বছর করে জেল লন্ডনে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রায় আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সিলেটে বন্যায় ৭ লাখ ৭২ হাজার শিশু ক্ষতিগ্রস্ত হাঁড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের মিঠাপুকুরে বিশেষায়িত হিমাগার স্থাপিত হবে – কৃষিমন্ত্রী

ঝালকাঠিতে রেমালের প্রভাবে নদীর পানি বেড়েছে

ঝালকাঠি সংবাদদাতা
  • Update Time : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ৪০ Time View

ঘূর্ণিঝড় রোমাল এর প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

রোববার (২৬ মে) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, থেমে থেমে ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সকাল ১০টা থেকে ঝালকাঠিকে ১০ নম্বর মহাবিপৎ সংকেত দেখাতে বলা হয়েছে। নদী পাড়ের মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। নদী তীরবর্তী আবাসিক এলাকার বাসিন্দারা গবাদি প্রাণী ও আসবাবপত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলায় সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় ৮৮৫টি আশ্রয়কেন্দ্র ও ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ৩৭টি মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল, নগদ ১৩ লাখ ৭৫ হাজার টাকা এবং জরুরী মুহূর্তে বিতরণের জন্য ৪শ মেট্রিক টন চাল মজুদ আছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ৪২৪ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। তাৎক্ষণিক যোগাযোগের জন্য ৬টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সুগন্ধা নদী পাড়ের বাসিন্দা রিয়াজ হোসেন বলেন,‘ ঘর্ণিঝড় আসলে আমরা নদী তীরের মানুষ আতঙ্কে থাকি। আমাদের জান ও মালের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী এ.কে.এম নিলয় পাশা বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

Please Share This Post in Your Social Media

ঝালকাঠিতে রেমালের প্রভাবে নদীর পানি বেড়েছে

Update Time : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

ঘূর্ণিঝড় রোমাল এর প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

রোববার (২৬ মে) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, থেমে থেমে ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সকাল ১০টা থেকে ঝালকাঠিকে ১০ নম্বর মহাবিপৎ সংকেত দেখাতে বলা হয়েছে। নদী পাড়ের মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। নদী তীরবর্তী আবাসিক এলাকার বাসিন্দারা গবাদি প্রাণী ও আসবাবপত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলায় সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় ৮৮৫টি আশ্রয়কেন্দ্র ও ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ৩৭টি মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল, নগদ ১৩ লাখ ৭৫ হাজার টাকা এবং জরুরী মুহূর্তে বিতরণের জন্য ৪শ মেট্রিক টন চাল মজুদ আছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ৪২৪ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। তাৎক্ষণিক যোগাযোগের জন্য ৬টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সুগন্ধা নদী পাড়ের বাসিন্দা রিয়াজ হোসেন বলেন,‘ ঘর্ণিঝড় আসলে আমরা নদী তীরের মানুষ আতঙ্কে থাকি। আমাদের জান ও মালের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী এ.কে.এম নিলয় পাশা বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।