জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, প্রেসিডেন্টের দেশত্যাগ

- Update Time : ১০:১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৫৩ Time View
দুনিয়াজুড়ে শুরু হয়েছে সরকার বদলের ঢেউ। এবার তরুণ ও যুব প্রজন্মের (জেন জি) লাগাতার সহিংস বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।। গতকাল রবিবারই (১২ অক্টোবর) গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন বলে সোমবার একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা দাবি করেছে।
এদিনই সন্ধ্যায় চলতি বিক্ষোভের প্রেক্ষিতে জাতির উদ্দেশে তার ভাষণ দেওয়ার কথা ছিল। যদিও প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার দেশত্যাগ নিয়ে খানিকটা হলেও ধোঁয়াশা থেকে গিয়েছে।
মাদাগাস্কার সেনাবাহিনীর এক পদস্থ কর্তা জানিয়েছেন ‘জেন জি বিক্ষোভ তুঙ্গে ওঠার পরেই ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজোয়েলিনা। নিরাপদে দেশ ছাড়ার জন্য ফরাসি প্রেসিডেন্টের সাহায্য চেয়েছিলেন তিনি। সেই মতো রবিবার মাদাগাস্কারের সেন্ট মেরি বিমানবন্দরে একটি ফরাসি সেনাবাহিনীর বিমান অবতরণ করেছিল। এর পাঁচ মিনিট বাদে একটি হেলিকপ্টার চেপে বিমানবন্দরে পৌঁছন রাজোয়েলিনা। তার পরে ফরাসি সেনাবাহিনীর বিমানে চেপে পাড়ি দেন। সম্ভবত ফ্রান্সেই পৌঁছেছেন তিনি।