জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে: সিইসি

- Update Time : ০৪:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ১৫২ Time View
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে। আর এই অধিকার প্রতিষ্ঠা করার কাজ নির্বাচন কমিশনের। তারই অংশ হিসেবে প্রথম ধাপে শুরু হলো ভোটার হালনাগাদ।
সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোটের বাক্স যেন কেউ দখল করতে না পারে। ভোটের দিন যেন কেউ ভোটকেন্দ্র দখল না করতে পারে, সেজন্য জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা মাঠকর্মীদের সচেতনতার ওপর নির্ভর করবে। ভোটার তালিকায় যাতে কোনো অসততা ও অনীহার অভিযোগ না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাছউদ প্রমুখ বক্তব্য রাখেন।