ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইয়ে আহত রাসেলের পাশে শেকৃবি প্রশাসন 

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৭:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১৫৭ Time View

গতবছর ৫ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের দিন ছাত্র জনতার মিছিলে যোগ দিয়ে শেরেবাংলা নগর থানার সামনে গুলিবিদ্ধ হয় অত্র বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ক্যান্টিন বয় রাসেল। আজ বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. লতিফের নেতৃত্বে রাসেলকে দেখতে যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি টিম।

গুলিবিদ্ধ রাসেল ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে (এনআইকেডিউ) ভর্তি। ঘাতকের গুলিটি তার কোমরের সামনের দিক থেকে কিডনি ভেদ করে পিছন দিয়ে বের হয়ে যায়।

এই পর্যন্ত রাসেলের চারবার অপারেশন হয়েছে। রোগীর স্বাস্থ্য ভালো থাকলে আগামী বুধবার পঞ্চমবারের মত অপারেশন করা হবে বলে জানান দায়িত্বরত চিকিৎসকেরা। অপারেশনে স্পেশালাইজড ডাক্তারদের একটা টিম অংশ গ্রহণ করবেন বলেও জানা যায়।

শেকৃবি উপাচার্য ড. মো. আব্দুল লতিফ বলেন, “জুলাই যোদ্ধাদের সহযোগিতায় শেকৃবি প্রশাসন সব সময় পাশে ছিল এবং থাকবে। আহত রাসেলের চিকিৎসা শেকৃবি প্রশাসনের পর্যবেক্ষণে থাকবে এবং চিকিৎসা ও আর্থিকসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

শত ব্যস্থতার মধ্যেও সময় দেওয়ায় উপাচার্য এনআইকেডিউ পরিচালক অধ্যাপক ডাঃ সৈয়দ আলফেসানীকে ধন্যবাদ জানান। সময় প্রফেসর ডা. সায়েদ আলফাসানী বলেন, “আমরা জুলাই যোদ্ধাদের চিকিৎসায় অগ্রাধিকার দিয়ে যাচ্ছি। তাদের চিকিৎসায় সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।”

উপাচার্যের সাথে এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

জুলাইয়ে আহত রাসেলের পাশে শেকৃবি প্রশাসন 

অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, শেকৃবি প্রতিনিধি
Update Time : ০৭:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

গতবছর ৫ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের দিন ছাত্র জনতার মিছিলে যোগ দিয়ে শেরেবাংলা নগর থানার সামনে গুলিবিদ্ধ হয় অত্র বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ক্যান্টিন বয় রাসেল। আজ বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. লতিফের নেতৃত্বে রাসেলকে দেখতে যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি টিম।

গুলিবিদ্ধ রাসেল ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে (এনআইকেডিউ) ভর্তি। ঘাতকের গুলিটি তার কোমরের সামনের দিক থেকে কিডনি ভেদ করে পিছন দিয়ে বের হয়ে যায়।

এই পর্যন্ত রাসেলের চারবার অপারেশন হয়েছে। রোগীর স্বাস্থ্য ভালো থাকলে আগামী বুধবার পঞ্চমবারের মত অপারেশন করা হবে বলে জানান দায়িত্বরত চিকিৎসকেরা। অপারেশনে স্পেশালাইজড ডাক্তারদের একটা টিম অংশ গ্রহণ করবেন বলেও জানা যায়।

শেকৃবি উপাচার্য ড. মো. আব্দুল লতিফ বলেন, “জুলাই যোদ্ধাদের সহযোগিতায় শেকৃবি প্রশাসন সব সময় পাশে ছিল এবং থাকবে। আহত রাসেলের চিকিৎসা শেকৃবি প্রশাসনের পর্যবেক্ষণে থাকবে এবং চিকিৎসা ও আর্থিকসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

শত ব্যস্থতার মধ্যেও সময় দেওয়ায় উপাচার্য এনআইকেডিউ পরিচালক অধ্যাপক ডাঃ সৈয়দ আলফেসানীকে ধন্যবাদ জানান। সময় প্রফেসর ডা. সায়েদ আলফাসানী বলেন, “আমরা জুলাই যোদ্ধাদের চিকিৎসায় অগ্রাধিকার দিয়ে যাচ্ছি। তাদের চিকিৎসায় সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।”

উপাচার্যের সাথে এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন।