জুরাইনে অবৈধভাবে মজুদকৃত খাদ্যদ্রব্য রাখার দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

- Update Time : ১০:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ২২২ Time View
রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য রাখার দায়ে রাজধানীর জুরাইনে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে র্যাব-৩।
এসময় জনপ্রিয় স্টোর, মেসার্স ফরিদপুর রাইস এজেন্সী এবং মেসার্স আরব রাইস এজেন্সী’কে সর্বমোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলাকালে জনপ্রিয় স্টোর প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম (৪৮), মেসার্স ফরিদপুর রাইস এজেন্সী এর ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম (২১) এবং মেসার্স আরব রাইস এজেন্সী প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ নিজাম উদ্দিন (৩৮) কে ২৩,২০০ কেজি চাল, ২০০০ কেজি ডাল এবং ১৫০০ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদ ও গুদামজাত করার অপরাধে সর্বমোট ৩,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ এই সকল অপরাধ কার্যক্রম করে আসছে বলে জানায়। অদূর ভবিষ্যতেও এরুপ অসাধু মজুদকারীদের বিরুদ্ধে র্যাব-৩ এর জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।