ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিএনপি জামায়াত এনসিপিকে গোলক ধাঁধায় ফেললেন ড. ইউনূস ‘আওয়ামী লীগ এখন ভাড়াটে টোকাইদের ওপর নির্ভরশীল’ জামায়াত ক্ষমতায় গেলে কাদিয়ানিরা অমুসলিম ঘোষিত হবে পরকীয়া প্রেমের জেরে হত্যার পর লাশ ছাব্বিশ টুকরা, মূল আসামি গ্রেফতার নির্বাচনে সেনাবাহিনীর ১ লাখ সদস্য মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সূচনা মেমোরিয়াল ট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু রংপুরে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে ঢাকায় এসে হলেন ২৬ খণ্ড ড্রামে পাওয়া ২৬ টুকরো লাশটি রংপুরের আশরাফুলের, বন্ধুর সঙ্গে গিয়েছিলেন ঢাকায় আর্জেন্টিনা ও আয়ারল্যান্ডে দূতাবাস খুলছে বাংলাদেশ বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধ ও ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : ০৬:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ১৫ Time View

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫-এর অংশ হিসেবে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জলবায়ু ন্যায়বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ পরিবেশকর্মীরা। বিশ্বব্যাপী তরুণদের জলবায়ু উদ্বেগের সঙ্গে সংহতি প্রকাশ এবং বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থান তুলে ধরতেই আয়োজনটি করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেয় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)।

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও ক্ষতিপূরণ প্রদানের দাবি মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জলবায়ু-সংকট মোকাবিলায় বৈশ্বিক শক্তিধর দেশগুলোর দ্রুত পদক্ষেপের আহ্বান জানান। তাদের দাবি—জীবাশ্ম জ্বালানিতে নতুন বিনিয়োগ বন্ধ করতে হবে,জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে,এবং টেকসই ট্রানজিশনের জন্য অবিলম্বে কার্যকর নীতিগত পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন DYDF চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শাহীন রানা, সভাপতি ইসমত আরা, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর, চট্টগ্রাম জেলার সভাপতি সাঈদুর রহমান এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আবিদা আক্তার।

বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ। উপকূলীয় অঞ্চল, কৃষি, পানি নিরাপত্তা ও জনস্বাস্থ্য সবচেয়ে বেশি হুমকির মুখে। চরম আবহাওয়া, লবণাক্ততা বৃদ্ধি, বন্যা ও খরার কারণে লাখো মানুষ জীবিকা হারাচ্ছে।

তারা বলেন, “আন্তর্জাতিক মহল বহু প্রতিশ্রুতি দিলেও বাস্তব অগ্রগতি অত্যন্ত ধীর। আমরা আর প্রতিশ্রুতি চাই না—চাই বাস্তবসম্মত সমাধান। উন্নত দেশগুলোকে অবিলম্বে কার্বন নিঃসরণ কমাতে হবে এবং Loss & Damage তহবিল কার্যকর করতে হবে।

চট্টগ্রামে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের এই আয়োজন তরুণদের জোরালো অংশগ্রহণ, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি আরও দৃঢ়ভাবে সামনে নিয়ে এসেছে।তরুণদের একটাই বার্তা—সমাধান এখনই; সময় ফুরিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধ ও ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি
Update Time : ০৬:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫-এর অংশ হিসেবে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জলবায়ু ন্যায়বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ পরিবেশকর্মীরা। বিশ্বব্যাপী তরুণদের জলবায়ু উদ্বেগের সঙ্গে সংহতি প্রকাশ এবং বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থান তুলে ধরতেই আয়োজনটি করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেয় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)।

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও ক্ষতিপূরণ প্রদানের দাবি মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জলবায়ু-সংকট মোকাবিলায় বৈশ্বিক শক্তিধর দেশগুলোর দ্রুত পদক্ষেপের আহ্বান জানান। তাদের দাবি—জীবাশ্ম জ্বালানিতে নতুন বিনিয়োগ বন্ধ করতে হবে,জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে,এবং টেকসই ট্রানজিশনের জন্য অবিলম্বে কার্যকর নীতিগত পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন DYDF চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শাহীন রানা, সভাপতি ইসমত আরা, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর, চট্টগ্রাম জেলার সভাপতি সাঈদুর রহমান এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আবিদা আক্তার।

বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ। উপকূলীয় অঞ্চল, কৃষি, পানি নিরাপত্তা ও জনস্বাস্থ্য সবচেয়ে বেশি হুমকির মুখে। চরম আবহাওয়া, লবণাক্ততা বৃদ্ধি, বন্যা ও খরার কারণে লাখো মানুষ জীবিকা হারাচ্ছে।

তারা বলেন, “আন্তর্জাতিক মহল বহু প্রতিশ্রুতি দিলেও বাস্তব অগ্রগতি অত্যন্ত ধীর। আমরা আর প্রতিশ্রুতি চাই না—চাই বাস্তবসম্মত সমাধান। উন্নত দেশগুলোকে অবিলম্বে কার্বন নিঃসরণ কমাতে হবে এবং Loss & Damage তহবিল কার্যকর করতে হবে।

চট্টগ্রামে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের এই আয়োজন তরুণদের জোরালো অংশগ্রহণ, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি আরও দৃঢ়ভাবে সামনে নিয়ে এসেছে।তরুণদের একটাই বার্তা—সমাধান এখনই; সময় ফুরিয়ে যাচ্ছে।