ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জিয়া মানেই দেশের ৫৪ বছরের গণমুখী সংস্কার: ব্যারিস্টার নাসের খান

মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • Update Time : ১২:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১০ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও যুক্তরাজ্য বিএনপি আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজারে পথসভা ও জনসংযোগ করে এসব লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণকালে ব্যারিস্টার অপু বলেন, অন্যায়, অত্যাচার, জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমান মানেই দেশের ৫৪ বছরের গণমুখী সংস্কার। তারেক রহমানের ৩১ দফা দেশের মুক্তির সনদ ও সুশাসনের মাইলফলক।

তিনি আরও বলেন, বিএনপি অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। গত এক বছরে বিএনপি থেকে সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, যা তারই প্রমাণ।

এ সময় ব্যারিস্টার অপু শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে বলেন, জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন—এটাই প্রমাণ করে, জুলুম করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না।

পাহাড়িয়াকান্দি ইউনিয়ন ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এই জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এতে সাধারণ মানুষের মাঝে নতুন করে রাজনৈতিক সচেতনতা ও আগ্রহ তৈরি হয়েছে বলে জানান তারা।

ব্যারিস্টার অপু শেষ মুহূর্তে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

জিয়া মানেই দেশের ৫৪ বছরের গণমুখী সংস্কার: ব্যারিস্টার নাসের খান

মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Update Time : ১২:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও যুক্তরাজ্য বিএনপি আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজারে পথসভা ও জনসংযোগ করে এসব লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণকালে ব্যারিস্টার অপু বলেন, অন্যায়, অত্যাচার, জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমান মানেই দেশের ৫৪ বছরের গণমুখী সংস্কার। তারেক রহমানের ৩১ দফা দেশের মুক্তির সনদ ও সুশাসনের মাইলফলক।

তিনি আরও বলেন, বিএনপি অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। গত এক বছরে বিএনপি থেকে সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, যা তারই প্রমাণ।

এ সময় ব্যারিস্টার অপু শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে বলেন, জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন—এটাই প্রমাণ করে, জুলুম করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না।

পাহাড়িয়াকান্দি ইউনিয়ন ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এই জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এতে সাধারণ মানুষের মাঝে নতুন করে রাজনৈতিক সচেতনতা ও আগ্রহ তৈরি হয়েছে বলে জানান তারা।

ব্যারিস্টার অপু শেষ মুহূর্তে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।