জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

- Update Time : ১২:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১১৬ Time View
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন।
প্রায় সাড়ে সাত বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন।
স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া করার পর তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে রাতে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানান শায়রুল কবির খান।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বুধবার রাতে হঠাৎ করেই বেগম জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। তখন সবাই তাৎক্ষণিক ব্যবস্থাপনায় চন্দ্রিমা উদ্যানে আসার উদ্যোগ নেন। তিনি মনে করেন, বেগম জিয়ার এই জিয়ারতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনও ছিলেন।
তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম ইচ্ছা প্রকাশ করায় রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে আসেন।”
নীল রঙের একটি প্রাইভেট কারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। গাড়িতে দলীয় পতাকা ছিল।
খালেদা জিয়ার গাড়িটি জিয়াউর রহমানের কবরের কাছে এসে থামার পর গাড়িতে বসেই তিনি স্বামীর করব জিয়ারত করেন।
এ সময়ে সঙ্গে ছিলেন তার দুই ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়ার আগে খালেদা জিয়া তার স্বামীর কবর জিয়ারত করেছিলেন। এরপর দীর্ঘ সময় তিনি আর আসতে পারেনি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন।
জিয়াউর রহমানের সমাধি জিয়ারতকে কেন্দ্র করে এ দিন রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরাও ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়