জিএম কাদেরের বাড়িতে হামলা অগ্নিসংযোগ
- Update Time : ০৯:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / ২৯৬ Time View
রংপুর নগরীর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্কাউ ভিউ বাড়িতে হামলা ও বাড়ির সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরে দিয়েছে দুর্বৃত্তরা। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সটকে পরে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে রাত ৮ টার দিকে আওয়ামীলীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর রংপুরে অবস্থান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রংপুর প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সেনাপাড়াস্থ জিএম কাদেরের বাসভবনের দিকে রওয়ানা হয়। পরে তারা সেখান থেকে ফিরে এসে গ্রান্ড হোটেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এখনও তারা সেখানে অবস্থান করছেন।
এদিকে জিএম কাদেরের বাড়িতে হামলা ও বাড়ির সামনে অগ্নি সংযোগের পরপরেই জাতীয় পার্টির নেতারা ছুটে আসে স্কাই ভিউতে। বর্তমানে সেখানে তারা অবস্থান করছেন। জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা তৈরী হয়। খবর লেখা পর্যন্ত জিএম কাদেরের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন জানান, আমরা এই মুহুর্তে স্কাই ভিউ ঘিরে রেখেছি। জিএম কাদের নিরাপদে আছেন। আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহবায়ক ইমরান আহমেদ বলেন, আমি পারিবারিক কাজে ব্যস্ত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বর্তমানে অবস্থান কর্মসূচী পালন করছে। কারো বাসায় হামলা ও আগুন দেওয়ার বিষয়ে জানি না।
হামলার ঘটনা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত: বিকেলে নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ এ সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বর্তমান অন্তবর্তিকালীন সরকারের সমালোচনা বক্তব্য প্রদান করেন তিনি।











































































































































































