দুটি চাঞ্চল্যকর ক্লুলেস মামলার সফল তদন্ত
জিএমপি’র বিশেষ পুরস্কার পেলেন এসআই মেহেদী হাসান
- Update Time : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১৫ Time View
অসাধারণ পেশাদারিত্ব, অদম্য সাহস ও দক্ষতার মাধ্যমে দুটি চাঞ্চল্যকর সূত্রবিহীন (ক্লুলেস) হত্যা মামলার রহস্য উন্মোচন করায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন টঙ্গী পূর্ব থানার চৌকস সাব-ইন্সপেক্টর (এসআই) এস এম মেহেদী হাসান।
নবনিযুক্ত পুলিশ কমিশনারের পক্ষ থেকে তাঁর হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
জানা যায়, এসআই মেহেদী হাসান আলোচিত মুফতি মোহেব্বুল্লাহ মিয়াজী অপহরণ রহস্য উন্মোচন এবং টঙ্গীর স্টেশন রোডে ব্যাগভর্তি ৮ টুকরা লাশ উদ্ধার– এই দুটি ভয়াবহ ও জটিল মামলার সফল তদন্ত সম্পন্ন করেন। শুরুতে কোনও সূত্র বা ক্লু না থাকলেও তাঁর পেশাদার দক্ষতা ও ধারাবাহিক তথ্য-প্রযুক্তি ব্যবহার মামাগুলোকে নতুন মোড়ে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত মূল রহস্য উন্মোচিত হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান এসআই মেহেদী হাসানের হাতে পুরস্কারটি তুলে দেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁর এই সাফল্যকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দমনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
জিএমপি সূত্র বলছে, এসআই মেহেদী হাসান অত্যন্ত জটিল ও চাঞ্চল্যকর দুটি মামলার তদন্তে যে নিষ্ঠা, বুদ্ধিমত্তা ও পেশাদারিত্ব দেখিয়েছেন—তা পুরো বাহিনীর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
এসআই এস এম মেহেদী হাসানের এই স্বীকৃতি অন্য তদন্ত কর্মকর্তাদেরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































