দাবি সাবেক নির্বাচকের
জাহানারার অভিযোগ ‘সব মিথ্যা’
- Update Time : ০৭:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৫৪০ Time View
নিজের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির গুরুতর অভিযোগকে ‘সব মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলাম। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক বিস্ফোরক সাক্ষাৎকারের পর দেশজুড়ে তোলপাড় শুরু হলে বার্তা সংস্থা এএফপিকে এই প্রতিক্রিয়া জানান তিনি।
এদিকে এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটিকে ‘ফৌজদারি অপরাধ’ আখ্যা দিয়ে জাহানারাকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন।
গতকাল ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ এনেছেন জাহানারা আলম।
জাহানারার ভাষ্যমতে, ‘উনি (মনজুরুল) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, ‘তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’
জাহানারা আরও অভিযোগ করেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মনজুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’
জাহানারার এই অভিযোগের বিষয়ে বর্তমানে চীনে অবস্থানরত মনজুরুল ইসলাম এএফপিকে বলেন, ‘সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।’
বিষয়টি নিয়ে সাবেক ক্রিকেটার এবং নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেছেন, ‘নাদেল ভাই যে একটা স্টেটমেন্ট দিয়েছে। এর পর আর কিছু থাকে না। আমি তো চাই প্লেয়াররা বলুক, আমি কি বলবো। আমি কি ভালো না খারাপ না কোনটা।’
এরই মধ্যে আজ (শুক্রবার) ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়ে সরকারের কড়া অবস্থান জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দপ্তর থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, তিনি আইনি ব্যবস্থা নিতে চাইলে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।’
তিনি আরও যোগ করেন, ‘যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি। খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রেও আমরা এমন ঘটনা শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যেন কেউ এমন অপরাধ করে পার পেয়ে যেতে না পারে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়


































































































