জাহানারার অভিযোগে সরকারের অবস্থান জানালেন ক্রীড়া উপদেষ্টা
- Update Time : ০৭:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১২৮ Time View
জাতীয় নারী দলের সাবেক পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে দেশের ক্রীড়া অঙ্গনে চলছে তোলপাড়। অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের পরিবেশ ও নিজের সঙ্গে ঘটে যাওয়া কিছু অপ্রিয় ঘটনার কথা প্রকাশ্যে আনেন।
এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, সাবেক এক নারী ক্রিকেটারের মাধ্যমে গণমাধ্যমে ওঠা অভিযোগগুলো তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে।
শুক্রবার (০৭ নভেম্বর) বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, সরকারের পক্ষ থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আসিফ বলেন, “তিনি যদি আইনি পদক্ষেপ নিতে চান, যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।”
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “যৌন হয়রানির অভিযোগ নতুন কিছু নয়, খেলাধুলার নানা ক্ষেত্রেই এর নজির আছে। তবে আমাদের দায়িত্ব হলো নিশ্চিত করা যে, কেউ যেন এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়। ক্রীড়াঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































