ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

জাবি প্রতিনিধি
  • Update Time : ১২:২৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২১ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। পাশাপাশি বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান চলতে থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, ‘গতকাল রাত প্রায় তিনটা–চারটা পর্যন্ত ক্যাম্পাসের অভ্যন্তরে অনুষ্ঠান চলেছে। এত রাত পর্যন্ত অনুষ্ঠান চলায় অনেকেই বিরক্ত হয়েছেন। অনেক শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা চলছে। সেজন্য আজকে বিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞার কথাটি জানানো হয়েছে।’

এর আগে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

তৎকালীন বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শীতকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের রিইউনিয়নের অনুষ্ঠান প্রায় মধ্যরাত পর্যন্ত মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রাকৃতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং সামগ্রিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নতুন করে বিজ্ঞপ্তি জারির বিষয়ে রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে রাত ১০ টার পরে সকল ধরনের অনুষ্ঠান আয়োজনের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনটি আগের নিয়মই আছে। বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হলো।’

Please Share This Post in Your Social Media

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

জাবি প্রতিনিধি
Update Time : ১২:২৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। পাশাপাশি বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান চলতে থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, ‘গতকাল রাত প্রায় তিনটা–চারটা পর্যন্ত ক্যাম্পাসের অভ্যন্তরে অনুষ্ঠান চলেছে। এত রাত পর্যন্ত অনুষ্ঠান চলায় অনেকেই বিরক্ত হয়েছেন। অনেক শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা চলছে। সেজন্য আজকে বিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞার কথাটি জানানো হয়েছে।’

এর আগে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

তৎকালীন বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শীতকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের রিইউনিয়নের অনুষ্ঠান প্রায় মধ্যরাত পর্যন্ত মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রাকৃতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং সামগ্রিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নতুন করে বিজ্ঞপ্তি জারির বিষয়ে রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে রাত ১০ টার পরে সকল ধরনের অনুষ্ঠান আয়োজনের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনটি আগের নিয়মই আছে। বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হলো।’