জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

- Update Time : ০৩:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ১২৬ Time View
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি)বর্ণিল আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। ভোর ৬.৩৩ মিনিটে সূর্যোদয়ের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপাচার্যের সঙ্গে ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা সমিতি, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল, জাবি শাখা, বিভিন্ন ছাত্র এবং পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় উপাচার্য বলেন, ১৯৭১ এবং ২০২৪ সালের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থান নেই, বরং চলমান প্রক্রিয়া। ১৯৭১ সালে আমরা মানচিত্র পেয়েছি। কিন্তু স্বাধীন বাংলাদেশে বৈষম্য ছিলো, এর বিরুদ্ধে ২০২৪ এ ছাত্র জনতা আন্দোলন করেছে।
উপাচার্য আরও বলেন, তরুণদের পথ দেখালে তারা সে পথে হাটতে পারে এবং তাদের লক্ষ্য অর্জনে তারা কোনোদিন পিছপা হয় নি।
এছাড়াও দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে নয়টায় উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বেগম সুফিয়া কামাল হল ৮-৩ গোলে নবাব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সকাল এগারোটায় আ ফ ম কামাল উদ্দিন এবং শহীদ রফিক-জব্বার হলের মধ্যে চ্যান্সেলর কাপ ফুটবল (ছাত্র) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে আ ফ ম কামাল উদ্দিন হল ৪-৩ গোলে শহীদ রফিক-জব্বার হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল টিম, হল প্রভোস্ট এবং অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ‘বাংলাদেশের অভ্যুদয়: স্বাধীনতা যুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি’ শিরোনামে পুস্তক, তথ্যচিত্র এবং আলোকচিত্র প্রদর্শন করা হয়।
শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে মহুয়া তলায় বিজয়ের গান শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং নতুন কলা ভবনে বই মেলার আয়োজন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়