জামিন চেয়ে চিন্ময়ের আবেদন হাইকোর্টে উপস্থাপন আজ

- Update Time : ০৪:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৮০ Time View
রাষ্ট্রদ্রোহ মামলায় উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
এ সংক্রান্ত আবেদন শুনানির জন্য আজ (সোমবার) হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
এর আগে এ মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন চেয়ে গত ১২ জানুয়ারি আবেদনটি করেন চিন্ময়। আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায় (কজলিস্টে) ছিল।
আবেদনের বিষয়ে আজ চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আরও বলেন, এ সংক্রান্ত বিষয়ে আজ সোমবার (২০ জানুয়ারি) জামিন আবেদন শুনানির জন্যে উপস্থাপন করা হতে পারে।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এসময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের ২৬ নভেম্বর কারাগারে নিয়ে যাওয়া হয়। পরদিন জামিন শুনানির দিন ধার্য থাকলেও আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। পরে আদালত গত ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য রাখেন। সেদিন চিন্ময়ের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য ২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য রাখেন। সেদিন জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন আদালত। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।
এর আগে গত বছরের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার হন চিন্ময় দাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়