জামালপুরে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত

- Update Time : ০২:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ৪৬৫ Time View
জামালপুর শহরের নতুন বাইপাস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অংকন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার বিকালে শহরের বিসিক শিল্প নগরীর সামনের নতুন বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অংকনের বাড়ি জামালপুর সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের টিবয়েলপাড় কাঁচাসড়া গ্রামে। তিনি হুমায়ূন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক বাইপাস এলাকায় রাস্তার পাশে অটোরিকশাকে ওভারটেক করার সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে জামালপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোঃ আতিক জানান, পুলিশ এখনো ঘটনাস্থলে আছেন। ময়নাতদন্তের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আর ট্রাকটি জব্দ হলেও এর চালক পালিয়ে গেছে। আমরা চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছি।