জামালপুরে নাশকতা মামলায় জাহাঙ্গীর আলম গ্রেফতার

- Update Time : ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ৮ Time View
জামালপুরে নাশকতা মামলায় জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেফতার করেছে জামালপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়( সোমবার ২১ এপ্রিল) সন্ধ্যায় এস আই খায়রুজ্জামানের নেতৃত্বে জামালপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার অভিযোগে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আওয়ামী লীগের সক্রীয়কর্মী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
আটককৃত জাহাঙ্গীর আলম জামালপুর পৌরসভার কম্পুপুর গ্রামের মোঃ মজিবুর রহমান মন্টু (৭০) তার ছেলে জাহাঙ্গীর আলম বর্তমানে ঠিকানা ২ নং শরিফপুর ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামে।
এব্যাপারে জামালপুর থানা অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো:আতিক জানান,জুলাই-আগষ্ট নাশকতা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
জাহাঙ্গীর ও তার শালা মিলন মিয়ার নামে আওয়ামীলীগ ক্ষমতা থাকা অবস্থায় বসতবাড়ি বেদখলের অভিযোগ আছে এবং তার শালা মিলন মিয়ার ও দুলা- ভাইরের নামে রাস্তা ও ড্রেন নির্মাণের কথা বলে অর্থ আত্মসাৎতের অভিযোগ এবং নিউজ প্রকাশিত হয়েছিল ।
জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতিপক্ষের বসতভিটা বেদখলের অভিযোগ।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামালপুর সদরে জাহাঙ্গীরের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে প্রতিপক্ষকে নির্যাতন করে বাড়িঘর, জমি বেদখল করার ঘটনার ন্যায় বিচার দাবী করেছেন আব্দুর রশিদ উজ্জ্বল ও রাশেদা নামে এক ভুক্তভোগী।
অভিযোগে জানা গেছে, জবর দখলকারী জাহাঙ্গীর জামালপুর পৌর শহরের কম্পপুর বেপারী পাড়া গ্রামের মজিবুর রহমান মন্টু মিয়ার বড় ছেলে। বাবার অভাব অনটনের সংসার ছিল। বাবার অভাবী সংসার ছেড়ে এক সময় জাহাঙ্গীর চলে আসেন সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বেপাড়ীপাড়া গ্রামে মামা সিরাজুল হকের বাড়ি। ঘটনা ক্রমে মামা সড়ক দুর্ঘটনায় মারা যায় আর আলাদিনের চেরাগ পাওয়ার মতো তাকে আর পিছু তাকাতে হয়নি। মরহুম মামার বাড়ীতে স্হায়ী ভাবে বসবাস শুরু করে আওয়ামী লীগের কোন পদপদবী না থাকলেও এলাকাসহ শহরের শীর্ষ স্হানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে উঠাবসা করে উপজেলার ডিলার হওয়া সহ আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে স্হানীয় নিরিহ মানুষকে নির্যাতন ও জমি বেদখল শুরু করে।
শরিফপুরের ১নং ওয়ার্ডের বেপাড়ী পাড়া গ্রামের আব্দুর রহিম সাধুর ছেলে আব্দুর রশিদ উজ্জ্বল ও মৃত: সিতু মাহমুদের মেয়ে ভুক্তভোগী রাশেদা খাতুনের অভিযোগ, ২০১৩ সালে প্রতিবেশী জাহাঙ্গীর আওয়ামী লীগের দাপটে উজ্জ্বলের বসতবাড়িতে বসবাসকারী তার খালা রাশেদা বেগমকে অমানবিক নির্যাতন করে এবং তার বাড়ি ঘরে হামলা চালিয়ে আব্দুর রশিদ উজ্জ্বলের পাকা ঘরসহ বসতভিটা বেদখল করে নিয়েছে।
ঘটনার প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি ও দিয়েছে ভুক্তভোগীদের।
বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে থানায় ভোক্তভোগী উজ্জল অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা । তাই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামালপুর সদরে ডিলার জাহাঙ্গীরের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে প্রতিপক্ষকে নির্যাতন করে বাড়িঘর, জমি বেদখল করার ঘটনার বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবী করেছেন ভুক্তভোগী উজ্জ্বল ও রাশেদা। শুধু জমি বেদখলই না জাহাঙ্গীর এবং তার শালা সদর উপজেলার কর্মচারী মিলন মিয়ার নামে ঐ রাস্তা ও ড্রেনের কথা বলে টাকা নেওয়ার ও অভিযোগ আছে এবং ১৬ জুলাই পত্র পত্রিকায় অর্থ আত্মসাৎ এর নিউজ ও প্রকাশ হয়েছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়