ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত কর্মীর যমজ সন্তানের নাম রাখা হলো ওসমান-হাদি

কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১৮ Time View

শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে ঘিরে আবেগঘন এক নামকরণের ঘটনা ঘটেছে কক্সবাজারে। সদ্য জন্ম নেওয়া যমজ দুই নবজাতকের নাম রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির নামানুসারে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার শহর শাখার ৪ নম্বর ওয়ার্ডের অর্থসম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আমিনুল ইসলাম হাসান বলেন, দীর্ঘদিনের পরিচিত ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই পুত্রসন্তানের বাবা হয়েছেন। মা–বাবার সম্মতি নিয়ে শহীদ ওসমান হাদির স্মরণে শিশুদের নামকরণ করা হয়েছে। যমজ শিশুদের একজনের নাম রাখা হয়েছে পুরোনাম হাসান ওসমান, অন্যজনের নাম হোসাইন হাদি।

নামকরণকে সৌভাগ্যের বলে উল্লেখ করে তিনি আরও বলেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবের শহীদ এক বীরের নামে দুই মানবসন্তান সমাজে পরিচিত হবে—এটি আমাদের কাছে গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

নবজাতকদের বাবা জহুর আলম বলেন, শহীদ হাদি শুধু একজন মানুষ নন, তিনি একটি ইতিহাস। আমরা তাকে কখনো ভুলব না। তার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারাটা আমার জীবনের বড়ো গর্ব।

উল্লেখ্য, গত শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এটিকে দেশের স্মরণকালের বৃহত্তম জানাজাগুলোর একটি হিসেবে বলা হচ্ছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে ছয় দিন পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

Please Share This Post in Your Social Media

জামায়াত কর্মীর যমজ সন্তানের নাম রাখা হলো ওসমান-হাদি

কক্সবাজার প্রতিনিধি
Update Time : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে ঘিরে আবেগঘন এক নামকরণের ঘটনা ঘটেছে কক্সবাজারে। সদ্য জন্ম নেওয়া যমজ দুই নবজাতকের নাম রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির নামানুসারে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার শহর শাখার ৪ নম্বর ওয়ার্ডের অর্থসম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আমিনুল ইসলাম হাসান বলেন, দীর্ঘদিনের পরিচিত ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই পুত্রসন্তানের বাবা হয়েছেন। মা–বাবার সম্মতি নিয়ে শহীদ ওসমান হাদির স্মরণে শিশুদের নামকরণ করা হয়েছে। যমজ শিশুদের একজনের নাম রাখা হয়েছে পুরোনাম হাসান ওসমান, অন্যজনের নাম হোসাইন হাদি।

নামকরণকে সৌভাগ্যের বলে উল্লেখ করে তিনি আরও বলেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবের শহীদ এক বীরের নামে দুই মানবসন্তান সমাজে পরিচিত হবে—এটি আমাদের কাছে গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

নবজাতকদের বাবা জহুর আলম বলেন, শহীদ হাদি শুধু একজন মানুষ নন, তিনি একটি ইতিহাস। আমরা তাকে কখনো ভুলব না। তার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারাটা আমার জীবনের বড়ো গর্ব।

উল্লেখ্য, গত শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এটিকে দেশের স্মরণকালের বৃহত্তম জানাজাগুলোর একটি হিসেবে বলা হচ্ছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে ছয় দিন পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।