ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই: শামীম সাঈদী

ফেনী প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৭৮ Time View

ফেনীতে গণসমাবেশে বক্তব্য দেন শামীম সাঈদী।

সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, ব্যবসা-বাণিজ্য নেই, বাড়িঘর নেই। কিন্তু আওয়ামী লীগের নেতাদের ভারতে ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর সবই আছে। তারাই হলো ভারতীয় দালাল।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি অডিটরিয়ামে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম সাঈদী বলেন, দেশের শিক্ষিত তরুণ সমাজ জেগে উঠেছে। দেশের মানুষ আর একক দলকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে কিন্তু বিপদ কাটেনি। আগামীতে যে ভোট যুদ্ধ হবে তা যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারি তাহলে আমাদের ওপর কালো মেঘ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকের ছায়া আমাদের ঘর-সংসার ও রাষ্ট্রকে শেষ করে দেবে।

শামীম সাঈদী বলেন, আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। গুলি এলে আমরা বুক পেতে দেব। এ দেশ আমাদের শেষ ঠিকানা। এখানেই আমাদের কবর হবে। এ দেশকে আমরা ভালোবাসি। নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দেশের মানুষ এ ধরনের দলবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

উপজেলা জামায়াতের আমির কেএম আজাদ হোসাইনের সভাপতিত্বে ও ছাগলনাইয়া পৌর জামায়াতের আমির মাওলানা মো. আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অ্যাড. এএসএম কামাল উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।

গণজমায়াতে আরও বক্তব্য দেন— জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক ও মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াছ, কৃষি ও শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুজিবুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী পেয়ার আহমদ মজুমদার ও জামায়াত মনোনীত রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মো. ওমর ফারুক মজুমদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই: শামীম সাঈদী

ফেনী প্রতিনিধি
Update Time : ০৭:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, ব্যবসা-বাণিজ্য নেই, বাড়িঘর নেই। কিন্তু আওয়ামী লীগের নেতাদের ভারতে ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর সবই আছে। তারাই হলো ভারতীয় দালাল।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি অডিটরিয়ামে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম সাঈদী বলেন, দেশের শিক্ষিত তরুণ সমাজ জেগে উঠেছে। দেশের মানুষ আর একক দলকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে কিন্তু বিপদ কাটেনি। আগামীতে যে ভোট যুদ্ধ হবে তা যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারি তাহলে আমাদের ওপর কালো মেঘ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকের ছায়া আমাদের ঘর-সংসার ও রাষ্ট্রকে শেষ করে দেবে।

শামীম সাঈদী বলেন, আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। গুলি এলে আমরা বুক পেতে দেব। এ দেশ আমাদের শেষ ঠিকানা। এখানেই আমাদের কবর হবে। এ দেশকে আমরা ভালোবাসি। নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দেশের মানুষ এ ধরনের দলবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

উপজেলা জামায়াতের আমির কেএম আজাদ হোসাইনের সভাপতিত্বে ও ছাগলনাইয়া পৌর জামায়াতের আমির মাওলানা মো. আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অ্যাড. এএসএম কামাল উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।

গণজমায়াতে আরও বক্তব্য দেন— জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক ও মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াছ, কৃষি ও শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুজিবুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী পেয়ার আহমদ মজুমদার ও জামায়াত মনোনীত রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মো. ওমর ফারুক মজুমদার প্রমুখ।