২৮ অক্টোবর লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্রসহ হামলা
জামায়াতের উপর নৃশংস হামলা-হত্যার খুনীদের বিচার দাবিতে শেরপুরে আলোচনা সভা

- Update Time : ০৯:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৭৪ Time View
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নৃশংস হামলা ও কর্মীদের হত্যার বিচারের দাবিতে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর শনিবার বিকেলে জামায়াতে ইসলামী, শেরপুর শহর শাখার উদ্যোগে শেরপুর পৌর অডিটোরিয়ামে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মু. রাশেদুল ইসলাম।
শহর জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল বাতেন ও জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মু. আশরাফুজ্জামান মাসুম।
শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আতাউর রহমান, সেক্রেটারী মাওলানা আব্দুস সোবাহান, শহর জামায়াতের নায়েবে আমীর মু. গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি আমিনুর রসুল, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আতিক উল্যাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেইটে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ৬ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়