ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

জাবি ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা ও উপহার বিতরণ

জাবি প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / ১১৩ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের নিকট নববর্ষ উপলক্ষে প্রকাশনা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন এবং ছাত্র অধিকার পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের মধ্যে এ প্রকাশনা বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নববর্ষের প্রকাশনা বিতরণের পাশাপাশি সৌজন্য উপহার হিসেবে সংগঠনের পক্ষ থেকে জ্যাকেট প্রদান করা হয়।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব বলেন, নববর্ষের এই প্রকাশনা আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং আদর্শিক দিকগুলোকে তুলে ধরার একটি প্রচেষ্টা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন ভ্রাতৃত্ব তৈরিতে কাজ করে আসছে। সৌজন্য উপহার প্রদানের মাধ্যমে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা ছড়িয়ে দিতে চাই।

জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবি উঠেছে। আমরা এর পূর্বে দেখেছি ক্যাম্পাসগুলোতে শিবির ট্যাগিং এর মাধ্যমে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়ন- নির্যাতন করা হয়েছে। এরই পরিক্রমায় আমরা শিবির কে প্রকাশ্য রাজনীতিতে স্বাগত জানিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠনের সাথে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে শিবির নেতৃবৃন্দ ‘জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন’ এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করে। এসময় আমদের মধ্যে একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠন নিয়ে গঠনমূলক আলাপ হয়।

শাখা ছাত্রশিবিরের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সৌজন্য উপহার প্রদান ক্যাম্পাসে অন্যান্য সংগঠন গুলোর সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন এবং সৌহার্দ্যের প্রতীক। এ ধরণের আয়োজনের মাধ্যমে আমরা ক্যাম্পাসে একটি সুন্দর এবং ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ জাগ্রত করার জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। নববর্ষের এই প্রকাশনা শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

জাবি ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা ও উপহার বিতরণ

জাবি প্রতিনিধি
Update Time : ০৮:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের নিকট নববর্ষ উপলক্ষে প্রকাশনা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন এবং ছাত্র অধিকার পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের মধ্যে এ প্রকাশনা বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নববর্ষের প্রকাশনা বিতরণের পাশাপাশি সৌজন্য উপহার হিসেবে সংগঠনের পক্ষ থেকে জ্যাকেট প্রদান করা হয়।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব বলেন, নববর্ষের এই প্রকাশনা আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং আদর্শিক দিকগুলোকে তুলে ধরার একটি প্রচেষ্টা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন ভ্রাতৃত্ব তৈরিতে কাজ করে আসছে। সৌজন্য উপহার প্রদানের মাধ্যমে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা ছড়িয়ে দিতে চাই।

জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবি উঠেছে। আমরা এর পূর্বে দেখেছি ক্যাম্পাসগুলোতে শিবির ট্যাগিং এর মাধ্যমে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়ন- নির্যাতন করা হয়েছে। এরই পরিক্রমায় আমরা শিবির কে প্রকাশ্য রাজনীতিতে স্বাগত জানিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠনের সাথে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে শিবির নেতৃবৃন্দ ‘জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন’ এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করে। এসময় আমদের মধ্যে একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠন নিয়ে গঠনমূলক আলাপ হয়।

শাখা ছাত্রশিবিরের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সৌজন্য উপহার প্রদান ক্যাম্পাসে অন্যান্য সংগঠন গুলোর সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন এবং সৌহার্দ্যের প্রতীক। এ ধরণের আয়োজনের মাধ্যমে আমরা ক্যাম্পাসে একটি সুন্দর এবং ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ জাগ্রত করার জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। নববর্ষের এই প্রকাশনা শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।