জাবির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

- Update Time : ০১:০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৫৬ Time View
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক মোটরসাইকেল চালক।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাস ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরছিল এমতাবস্থায় সাভারের দিক থেকে উল্টো পথে এক্সপ্রেস লেনে এনাম মেডিকেলের সামনে দিয়ে এক বাইক চালক যাচ্ছিল। প্রথমে সে ডান পাশ দিয়ে চললেও বাসটি কাছাকাছি আসার কয়েক সেকেন্ড পূর্বে বাম দিকে চলে যায়। বাসচালক হার্ড ব্রেক করার চেষ্টা করেও ব্যর্থ হন। বাইকটি ধাক্কা খেয়ে বাসের সামনে লেগে থাকলেও চালক নিচে চলে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং একটি পা থেঁতলে যায়।
তৎক্ষণাৎ উপস্থিত জনতা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষণে আশঙ্কা প্রকাশ করেন।