জাবিতে থার্টিফার্স্ট নাইটে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

- Update Time : ১২:০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৭৩ Time View
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থার্টি ফার্স্ট নাইটে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে স্ব স্ব হলে ফেরা এবং বিকাল ৪টার পূর্বেই সকল বহিরাগতদেরকে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের ভেতরে বা বাইরে মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ এবং কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। কোনো বহিরাগতকে হলে অবস্থান করতে দেওয়া হবে না। ক্যাম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে ২ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোর ৬টা পর্যন্ত জয় বাংলা (প্রান্তিক) গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য সব গেট বন্ধ থাকবে। বহিরাগত কোনো মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, কার ইত্যাদি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদেরকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বটতলাসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ সব দোকান রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তার জন্য প্রক্টরিয়াল বডি সার্বিক তদারকি করবেন।