ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাফলংয়ে পাথর লুটের মামলার আসামি আনোয়ার কারাগারে

মো.মুহিবুর রহমান,সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৫:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৪১ Time View

আনোয়ার হোসেন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং জিরো পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক সেবনের কারণে আরও দুই ব্যক্তিকেও আটক করা হয়।আটক আনোয়ার হোসেন উপজেলার জাফলং লাখরপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাকে রোব বার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

পুলিশ সুত্রে জানাযায়, চলতি বছরের আগস্ট মাসে জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি জানতে পেরে তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। শনিবার রাতে জিরো পয়েন্টের একটি রুমে সহযোগীদের নিয়ে সে মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, জাফলং জিরো পয়েন্টে পাথর লুটের মামলায় আনোয়ারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জাফলং জিরো পয়েন্টের পাথর লুটকান্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, চলতি বছরের ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৮ আগস্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

জাফলংয়ে পাথর লুটের মামলার আসামি আনোয়ার কারাগারে

মো.মুহিবুর রহমান,সিলেট প্রতিনিধি
Update Time : ০৫:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং জিরো পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক সেবনের কারণে আরও দুই ব্যক্তিকেও আটক করা হয়।আটক আনোয়ার হোসেন উপজেলার জাফলং লাখরপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাকে রোব বার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

পুলিশ সুত্রে জানাযায়, চলতি বছরের আগস্ট মাসে জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি জানতে পেরে তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। শনিবার রাতে জিরো পয়েন্টের একটি রুমে সহযোগীদের নিয়ে সে মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, জাফলং জিরো পয়েন্টে পাথর লুটের মামলায় আনোয়ারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জাফলং জিরো পয়েন্টের পাথর লুটকান্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, চলতি বছরের ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৮ আগস্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।