জাতীয় রাজনীতিতে বিভেদের জবাব ব্যালটেই দেবে জনগণ: শাহ নওয়াজ

- Update Time : ০১:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৮৩ Time View
বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ নওয়াজ বলেছেন, জাতীয় রাজনীতিতে যারা বিভেদ সৃষ্টি করে, তাদের জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে। তিনি এনসিপি ও জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, এসব খুচরা দলের হিসাব করার সময় বিএনপির নেই।
বুধবার সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজাগরণ, লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পথসভায় শাহ নওয়াজ বলেন, “আজকে দুটি সংগঠন কেউ কাউকে ‘বাবা’ হিসেবে আবার কেউ কাউকে ‘সন্তান’ হিসেবে জাতির কাছে উপস্থাপন করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে প্রমাণ করবে – এই তথাকথিত বাবা-সন্তানরা দেশের প্রকৃত রাজনৈতিক শক্তি নয়।”
তিনি আরও বলেন, “৫ তারিখের পরে অনেকে নিজেদেরকে বড় নেতা দাবি করেন। কিন্তু জাতীয় রাজনীতিতে যারা বিভেদ সৃষ্টি করে, তাদেরকে সসম্মানে ধানের শীষে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে। কেউ যেন তাদের ভেলকিবাজিতে না পা দেন।”
নিজের প্রার্থিতা প্রসঙ্গে শাহ নওয়াজ বলেন, “গত ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও আমি আপনাদের সঙ্গে মাঠে ছিলাম। মৃত্যু পর্যন্ত ধানের শীষের পতাকা উঁচিয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যাব। আপনারাও সবাই ধানের শীষের পক্ষে থাকবেন।”
পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের স্লোগান ও করতালিতে পুরো জাহাজমারা এলাকা মুখরিত হয়ে ওঠে এবং পথসভাটি এক সময় জনসমাবেশে পরিণত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়