জাতীয় যুব দাবার বিজয়ীদের সংবর্ধনা দিল সাউথ পয়েন্ট স্কুল

- Update Time : ০৫:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৩৮৭ Time View
শেখ কামাল জাতীয় যুব দাবা প্রতিযোগিতা ২০২৩ এ দুটি ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন ও ২ টিতে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় গত ২০ আগষ্ট কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগ।
গত ৫ থেকে ৯ আগষ্ট পর্যন্ত বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত শেখ কামাল জাতীয় দাবা প্রতিযোগিতা ২০২৩ এ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের পদক বিজয়ীরা হলো বালিকা অনুর্ধ্ব ১২ চ্যাম্পিয়ন বাংলাদেশের উইমেন ক্যান্ডিডেট মাষ্টার গ্রেড সিক্সের ওয়ার্শিয়া খুশবু, অনুর্ধ্ব ১০ ওপেন চ্যাম্পিয়ন গ্রেড থ্রীর ছাত্র মুহতাদী তাজওয়ার নাশীদ, অনুর্ধ্ব ১০ ক্যাটাগরীতে বাটিকা বিভাগে রানার্স আপ গ্রেড ফাইভের ছাত্রী সিদরাতুল মুনতাহা নাফি, বালিকা বিভাগের অনুর্ধ্ব ৮ ক্যাটাগরীতে রানার্স আপ ইংরেজি ভার্সনের ক্লাস থ্রীর ছাত্রী জোয়েনা মেহবিস ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মোঃ শামসুল আলম পিএসসি (অবঃ), ন্যাশনাল কারিকুলামের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, ইংরেজী মাধ্যমের উপাধ্যক্ষ শাহনাজ বেগম, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রধান অর্থ কর্মকর্তা সাখাওয়াত উল্লাহ ও স্পোর্টস কোঅর্ডিনেটর শওকত সিদ্দিকী উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ কর্নেল শামস জাতীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতায় সাফল্যের জন্য পদক বিজয়ীদের অর্ধবতনে পড়ার সুবিধার কথা ঘোষণা দেন এবং সেই সাথে দাবা সহ অন্যান্য খেলাধুলাতেও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমন সুবিধা পাবে বলে তার বক্তব্যে উল্লেখ করেন। উল্লেখ্য এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় তিনবারের চ্যাম্পিয়ন মহিলা ক্যান্ডিডেট মাষ্টার ওয়ার্শিয়া খুশবু বিনাবেতনে অধ্যয়ন করে আসছে। কর্নেল শামস তার বক্তব্যে দাবা খেলার উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।