জাতীয় প্যারা ব্যাডমিন্টনে রানারআপ হওয়া নয়নকে কুবি ছাত্রদলের সংবর্ধনা

- Update Time : ১২:৪৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৮ Time View
জাতীয় প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানারআপ হওয়া নয়ন অধিকারী’কে সংবর্ধনা প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
গত ২২ আগস্ট (শুক্রবার) ঢাকার তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপ–২০২৫‘ এ ‘এসইউ-৫’ ক্যাটাগরিতে রানারআপ হয়েছেন তিনি । এতে সারা দেশে থেকে ছয়টি ক্যাটাগরিতে প্রায় ২০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপ–২০২৫ ‘এসইউ-৫’ ক্যাটাগরিতে রানারআপ হওয়ার গৌরব অর্জন করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নয়ন অধিকারী কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আশা করি নয়ন অধিকারীর ন্যায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মেধাবীরাও নিজ নিজ যায়গায় সাফল্য অর্জন করুক। আমি মনে করি নয়ন অধিকারীর এই অর্জনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শুভকামনা রইলো। ইনশাআল্লাহ, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে যে কোন প্রয়োজনে রয়েছি। আমি নয়ন অধিকারী সহ সকল মেধাবীদের সাফলতা কামনা করি।’
রানারআপ হওয়া নয়ন অধিকারী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যে সংবর্ধনা দিয়েছেন সেটা অবশ্যই আমার জন্য অনেক গর্বের এবং আনন্দের ৷ এত বড় একটা ইভেন্টে রানারআপ হয়ে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আপনাদের উৎসাহ আমাকে সবসময় শক্তি যোগায়। আশাকরি আপনারা সবসময় আমার পাশে থাকবেন।’
কুবি ছাত্রদলের আহবায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, ‘নয়ন তার শারিরীক প্রতিবন্ধকতা জয় করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। নয়ন আমাদের সম্পদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নয়নের এই কৃতিত্বে আনন্দিত। শুধুমাত্র নয়নকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা প্রত্যাশা করি নয়ন এবং তার মতো খেলা প্রেমী শিক্ষার্থীরা আগামীতেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়