জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলামের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
- Update Time : ০৯:৩১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ২৮ Time View
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায় একদল দুর্বৃত্ত তার বাড়িতে অগ্নিসংযোগ করে বলে পুলিশের ভাষ্য।
এসময় আনিসুল ইসলাম মাহমুদ বা পরিবারের সদস্যরা কেউ সেখানে ছিলেন না।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, রাতে মোটরসাইকেল, হাইয়েস গাড়ি এবং হেঁটে কিছু মানুষ সাবেক মন্ত্রী আনিসুলের বাড়িতে আসে। এরপর তারা ভাংচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো তারেক আজিজ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয় লোকজন বের হবার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে।”
ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর তার জানা নেই।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গেল ৯ অগাস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা হয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলেন কয়েকজন জ্যেষ্ঠ নেতা। রওশনের অংশ থেকে বেরিয়ে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।
গত ৮ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপির নেতৃত্বে ২০ দলের সমন্বয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামের একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে। এ জোটের সভাপতির দায়িত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।




























































































































































































