জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- Update Time : ০৮:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৪৫৮ Time View
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর আগে সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। সন্ধ্যার পর ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হয়।
সন্ধ্যার পর তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে দেখা যায়, জাপা কার্যালয়ের ভেতরে অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান করলেও বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সাংবাদিকরা কার্যালয় থেকে বের হওয়া নেতাকর্মীদের ঘিরে নানা প্রশ্ন করছেন। তবে ভেতরে কী ঘটছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাপা ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ও যৌথ বাহিনী দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে। এতে গণ-অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই শনিবার কাকরাইল কার্যালয়ের সামনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।




















































































































































































