জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন

- Update Time : ০৪:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ৫৯ Time View
ফরিদপুরে জাতীয়পরিচয় পত্রের কার্যক্রম নির্বাচন কমিশনের পরিবর্তে সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন করেছে ফরিদপুর আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা।
আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১.০০ টার দিকে ফরিদপুর নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা প্রস্তাবিত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন (রহিত করন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবী জানান। গত ৪ মার্চ মন্ত্রী পরিষদ বিভাগে সিভিল রেজিস্টেশন কমিশন গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে মর্মে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তিনি বলেন, বিগত সরকার এনআইডি নিয়ে অনেক তালবাহানা করেছে এমনকি গুরুত্বপূর্ণ তথ্য বিক্রি করেছে। যদি সিভিল রেজিস্ট্রেশন কমিশনে জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২০২৫ কার্যকর করে নির্বাচন ব্যবস্থাপনা তথা ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে হবে। ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে ডাটা প্রাপ্তির জন্য নির্বাচন কমিশনকে সিভিল রেজিস্টেশন কমিশন এর নিকট দ্বারস্থ হতে হবে যা সংবিধানের প্রদত্ত নির্বাচন কমিশনের স্বাধীন অস্তিত্বের পরিপন্থি। এটি সিভিল রেজিস্ট্রেশন কমিশন ন্যাস্ত করা হলে ভোটার তালিকার তথ্য ও জাতীয় পরিচয় পত্রের তথ্যের গড়মিলের কারণে ভোট প্রদানে বাধাগ্রস্থ হবে ও নির্বাচনে বিঘ্ন ঘটবে। এছাড়া তথ্য ভান্ডারের শুদ্ধতা বিনষ্ট হওয়ার আশঙ্কার তৈরি পাশাপাশি নাগরিকদের তথ্যের গোপনীয়ত অধিকার ক্ষুন্ন হতে পারে।
আঞ্চলিক কর্মকর্তা সবার শেষে বলেন জাতীয় স্বার্থে নাগরিকদের সেবা নিশ্চিত গল্পে নির্বাচন কমিশন জাতীয় পরিচয় পত্র কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনের কাছে ন্যস্ত করনের সিদ্ধান্ত পুন:বিবেচনা করে প্রস্তাবিত জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২০২৫ বাতিলের আহবান জানান।
অন্যথায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিলম্বিত হবে এবং অবৈধ রোহিঙ্গা শরণার্থীরা ভোটার হয়ে নাগরিক সুবিধা নিবে। এতে দেশের জনগনের উপর প্রভাব ফেলাসহ গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত কালো আইন বাতিল না করলে লাগাতার কর্মবিরতির হুশিয়ারি দিয়ে মানববন্ধন শেষ করেন।