জাতীয় নিরাপদ সড়ক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও র্যালি
- Update Time : ০৮:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৭৮৮ Time View
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রকিব উর রাজা, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. ফারুক আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, নিরাপদ সড়ক চাই’র প্রতিনিধি এস এম শাহিন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মনসুর আলী দানা, বাস মালিক সংগঠনের মো. হানিফ মিয়া ও জয়নাল আবেদীন প্রমুখ।
বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলের সচেতনতা ও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি বজায় রাখলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি র্যালি বের করা হয়। পরে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।


























































































































































































