জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল
- Update Time : ০১:৩৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১১৫৪ Time View
গুঞ্জনটা শেষমেশ সত্যি রূপ নিল। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। তবে পূর্ণকালীন নয়—শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্যই তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
অনেকদিন ধরেই জাতীয় দলে বিশেষায়িত ব্যাটিং কোচের পদটি শূন্য ছিল। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাময়িকভাবে ব্যাটিং ইউনিটের দায়িত্ব সামলালেও সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় বিষয়টি ফের আলোচনায় আসে। বিদেশি ব্যাটিং বিশেষজ্ঞদের সঙ্গেও বিসিবির আলোচনা চলছিল বলে জানা যায়, তবে শেষ পর্যন্ত তাৎক্ষণিক সমাধান হিসেবে সুযোগ পেলেন সাবেক অধিনায়ক আশরাফুল।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন নিক পোথাস। এরপর স্বল্প কালীন সময়ের জন্য দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। তিনি চাকরি ছাড়ার পর সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালনের সঙ্গে ব্যাটিং কোচেরও দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন।
তার অধীনে বাংলাদেশ দলের ব্যাটারদের পারফরম্যান্স চলে গেছে তলানিতে। ফলে ব্যাটিং কোচ নিয়োগ বাড়তি গুরুত্ব পেয়েছে বিসিবির কাছে।
আশরাফুল এর আগে জাতীয় দলের সঙ্গে কাজ করেননি। তবে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়































































































