জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু আজ

- Update Time : ১০:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ৩৩ Time View
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে আজ (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ভর্তি কার্যক্রম। এরই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও তাদের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নিজ নিজ বিভাগে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ৫ আগস্ট সরকারি ছুটি থাকায় ওইদিন ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।
প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের মধ্যে যাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা আছে, তাদের সেগুলো উত্তোলন করে বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে জমা দিতে হবে। আর যাদের মূল নম্বরপত্র নজরুল বিশ্ববিদ্যালয়েই জমা রয়েছে, তাদের সেই জমার রিসিভ কপি, নম্বরপত্রের ফটোকপি, ১ কপি রঙিন ছবি ও GST ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের রঙিন ফটোকপি বিভাগে জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
হল সংযুক্তির জন্য শিউলিমালা, বিদ্রোহী ও দোলনচাঁপা হলের ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এবং অগ্নিবীণা হলের ফরম সংশ্লিষ্ট হল থেকে সংগ্রহ করতে হবে। ফরম পূরণ শেষে বিভাগ, হল ও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি অনলাইনে সোনালী ব্যাংকের ই-সেবা অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ব্যাংকে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
ভর্তি ফি প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে প্রদান করা ৫০০০ টাকা বাদ দিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, সঙ্গীত, চারুকলা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ ও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বাকি ৮৪৪০ টাকা জমা দিতে হবে। তবে জুলাই-আগস্ট অভ্যুত্থানে গ্যাজেটেড আহত-নিহত পরিবারের সদস্যরা এই বিভাগসমূহে মাত্র ৭৯০ টাকা প্রদান করবেন। অন্যান্য বিভাগের সাধারণ শিক্ষার্থীদের ৮১৯০ টাকা এবং গ্যাজেটেড আহত-নিহত পরিবারের সদস্যদের ৫৪০ টাকা প্রদান করতে হবে।
এর পাশাপাশি বিভাগীয় ফি বাবদ ২০০০ টাকা এবং হল ফি বাবদ ১১৫০ টাকা প্রদান করে ব্যাংক রশিদ সংগ্রহ করতে হবে। এরপর মূল ফরম পূরণ করে বিভাগীয় প্রধান, ডিন ও প্রভোস্টের স্বাক্ষর নিতে হবে এবং সকল কাগজপত্র জমা দিতে হবে।
সকল কার্যক্রম শেষে ভর্তি ফরম, ব্যাংক রশিদ, নম্বরপত্রের ফটোকপি, ছবি, প্রবেশপত্রের ফটোকপি ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় জমা দিতে হবে। কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভর্তি সংক্রান্ত কোনো তথ্য ভুয়া বা জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিলসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গুচ্ছ ভর্তি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) নিয়মিত ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।