জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

- Update Time : ০৬:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ১০ Time View
বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, এর পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত। সেই চক্রান্তের লক্ষ্য হলো-জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। তবে বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে-ধ্বংসস্তূপের মাঝ থেকে কীভাবে জেগে উঠতে হয়।
রোববার বিকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গ্রন্থটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। তারেক রহমানের অসাধারণ দক্ষতাই তাকে নেতৃত্বে এনেছে-এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই নেতৃত্বটা এসেছে অনেক দিক দিয়ে। তারেক রহমানের নিজস্ব গুণ আছে। যে গুণগুলোর জন্য তিনি আজ এই পর্যন্ত এসেছেন। তারেক রহমান দায়িত্ব পাওয়ার পর অর্থাৎ ম্যাডাম (খালেদা জিয়া) জেলে যাওয়ার পরে ওনার (তারেক) সঙ্গে সরাসরি কাজ করেছি। আমি দেখেছি যে, অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা তার আছে। এটা খুব কম রাজনীতিকের মধ্যে আছে।
২০০২ সালে খালেদা জিয়ার চীন সফরের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ওই সফরে প্রধানমন্ত্রীর (সাবেক) সঙ্গে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে প্রচণ্ড শীত ছিল, ডিসেম্বর মাস বরফ পড়ছিল, বাইরে অনুষ্ঠান করা সম্ভব ছিল না। সেজন্য গ্রেট হলের ভেতরে ম্যাডামকে গার্ড অব অনার রিসিপশন দেওয়া হলো। ওই অনুষ্ঠানে গার্ড অব অনারের পরে ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা যারা তার সঙ্গে গিয়েছিলাম, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই পরিচয়পর্বে আমার মনে আছে, আমার পাশেই ছিলেন আমান উল্লাহ আমান (চেয়ারপারসনের উপদেষ্টা), তার পাশেই ছিলেন তারেক রহমান। যখন ওনার সামনে গিয়ে চীনের প্রধানমন্ত্রীকে বললেন, মাই সান; প্রধানমন্ত্রী তার (তারেক রহমান) হাতটা শক্ত করে ধরে ঝাঁকি দিয়ে বললেন, কেরি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘উনি (তারেক রহমান) নির্যাতন সহ্য করেছেন, শারীরিক নির্যাতন সহ্য করেছেন, নির্বাসিত হয়েছেন, একা থেকেছেন। তারপরও তারেক রহমান মাথা নত করেননি। তিনি তার মায়ের মতোই। ওনার মা যেমন মাথা নত করেননি, তারেক রহমানও করেননি।’
বিএনপির সমর্থিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারদের বিগত আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করে সব সময় তাদের পাশে থাকার কথাও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন সায়ন্থসহ বিএনপি মতাদর্শের অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগাররা বক্তব্য দেন।