জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা

- Update Time : ০৯:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ৪৯ Time View
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।
শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
ফিলিস্তিন দূতাবাস বার্তায় আরও জানায়, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়। এটি আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনরায় নিশ্চিত করে।
উল্লেখ্য, ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভবিষ্যতে এই পদের জন্য বাংলাদেশ আগ্রহী থাকবে বলে জানিয়েছে সরকার।
সূত্র জানায়, প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিন একই পদের জন্য প্রার্থী হওয়ায় বাংলাদেশ তাদের প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আমরা দিয়েছি চার বছর আগে। আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। তবে ফিলিস্তিন অনেক পরে এতে যোগ দেয়। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। যোগাযোগ করাটা স্বাভাবিক ছিল।
প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনও প্রার্থী হলে বাংলাদেশ নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সরকার জানিয়েছে, ভবিষ্যতে এই পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আগ্রহ থাকবে বাংলাদেশের।
এর আগে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছিলেন, ভ্রাতৃত্বসম্পন্ন দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তাকে আনন্দিত করে না। অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, মূলত সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও পরবর্তীতে ফিলিস্তিন যোগ দেয়। তবে তারা বাংলাদেশকে এ বিষয়ে আগে অবহিত করেনি।
তবুও শেষ পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও দেখাল— ফিলিস্তিনের পাশে সব সময় থাকবে ঢাকা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়