ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১২:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ১৯ Time View

ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের দিকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ করেছে ইউনিফিল। রোববার (১৬ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) জানিয়েছে- ইসরায়েলি বাহিনী তাদের সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। সংস্থার দাবি, লেবাননের ভেতরে ইসরায়েল স্থাপিত একটি অবস্থান থেকে শান্তিরক্ষীদের দিকে গুলি ছোড়া হয়। মারকাভা ট্যাংক থেকে ইসরায়েলি বাহিনী এ হামলা করে।

ইউনিফিলের বিবৃতিতে বলা হয়েছে, ভারী মেশিনগানের গুলি শান্তিরক্ষীদের অবস্থান থেকে প্রায় পাঁচ মিটার দূরে আঘাত হানে। তবে কোনো সদস্য আহত হয়নি।

এর আগে সেপ্টেম্বর মাসে ইউনিফিল অভিযোগ করেছিল, ইসরায়েলি ড্রোন তাদের অবস্থানের কাছে ৪টি গ্রেনেড ফেলেছিল। যার একটি শান্তিরক্ষী ও তাদের গাড়ির মাত্র ২০ মিটার দূরে বিস্ফোরিত হয়।ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১২:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের দিকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ করেছে ইউনিফিল। রোববার (১৬ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) জানিয়েছে- ইসরায়েলি বাহিনী তাদের সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। সংস্থার দাবি, লেবাননের ভেতরে ইসরায়েল স্থাপিত একটি অবস্থান থেকে শান্তিরক্ষীদের দিকে গুলি ছোড়া হয়। মারকাভা ট্যাংক থেকে ইসরায়েলি বাহিনী এ হামলা করে।

ইউনিফিলের বিবৃতিতে বলা হয়েছে, ভারী মেশিনগানের গুলি শান্তিরক্ষীদের অবস্থান থেকে প্রায় পাঁচ মিটার দূরে আঘাত হানে। তবে কোনো সদস্য আহত হয়নি।

এর আগে সেপ্টেম্বর মাসে ইউনিফিল অভিযোগ করেছিল, ইসরায়েলি ড্রোন তাদের অবস্থানের কাছে ৪টি গ্রেনেড ফেলেছিল। যার একটি শান্তিরক্ষী ও তাদের গাড়ির মাত্র ২০ মিটার দূরে বিস্ফোরিত হয়।ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।