ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল উদ্ধার সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আন্দোলনে নেমেছি : গোলাম পরওয়ার আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রতিবাদে জাককানইবিতে লাল কার্ড সমাবেশ

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
  • Update Time : ০৩:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ১২২৫ Time View

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রক্রিয়ার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির স্মারকের সামনে এই সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশের সংবিধান ও বিচারব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। এখানে কোনো বিদেশি সংস্থা মানবাধিকার রক্ষার অজুহাতে হস্তক্ষেপ করবে, এটি দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রক্রিয়া আমাদের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ।” বক্তারা প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কার্যক্রমে বিদেশি হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেন।

সমাবেশে শিক্ষার্থীরা লাল কার্ড ও নানা প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা স্লোগান দেন “জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করো, বিদেশি হস্তক্ষেপ বন্ধ করো।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রক্রিয়া বন্ধ করতে দ্রুত ও জোরালো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য।

Please Share This Post in Your Social Media

জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রতিবাদে জাককানইবিতে লাল কার্ড সমাবেশ

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
Update Time : ০৩:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রক্রিয়ার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির স্মারকের সামনে এই সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশের সংবিধান ও বিচারব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। এখানে কোনো বিদেশি সংস্থা মানবাধিকার রক্ষার অজুহাতে হস্তক্ষেপ করবে, এটি দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রক্রিয়া আমাদের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ।” বক্তারা প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কার্যক্রমে বিদেশি হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেন।

সমাবেশে শিক্ষার্থীরা লাল কার্ড ও নানা প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা স্লোগান দেন “জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করো, বিদেশি হস্তক্ষেপ বন্ধ করো।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রক্রিয়া বন্ধ করতে দ্রুত ও জোরালো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য।