ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাতির উদ্দেশে ভাষণে বিদেশি পণ্য বর্জনের আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০২:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৪ Time View

ভারতীয়দের বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য আপন করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের তীব্র টানাপোড়েনের মাঝে রোববার হঠাৎ জানা যায়, মোদি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে দেশের নাগরিকদের প্রতি ‘স্বদেশি’ বা দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন মোদি।

মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল মতো জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দিয়েছেন।

ভাষণে মোদি বলেন, আমাদের প্রতিদিনের ব্যবহৃত অনেক পণ্য বিদেশি; যা আমরা জানিই না। আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে। আমাদের এমন পণ্য কিনতে হবে; যা ভারতে তৈরি হয়েছে। তবে ভাষণে বিদেশি পণ্য বর্জনের কথা বললেও সুনির্দিষ্টভাবে কোনও দেশের নাম উল্লেখ করেননি নরেন্দ্র মোদি।

Please Share This Post in Your Social Media

জাতির উদ্দেশে ভাষণে বিদেশি পণ্য বর্জনের আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০২:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয়দের বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য আপন করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের তীব্র টানাপোড়েনের মাঝে রোববার হঠাৎ জানা যায়, মোদি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে দেশের নাগরিকদের প্রতি ‘স্বদেশি’ বা দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন মোদি।

মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল মতো জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দিয়েছেন।

ভাষণে মোদি বলেন, আমাদের প্রতিদিনের ব্যবহৃত অনেক পণ্য বিদেশি; যা আমরা জানিই না। আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে। আমাদের এমন পণ্য কিনতে হবে; যা ভারতে তৈরি হয়েছে। তবে ভাষণে বিদেশি পণ্য বর্জনের কথা বললেও সুনির্দিষ্টভাবে কোনও দেশের নাম উল্লেখ করেননি নরেন্দ্র মোদি।