ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাককানইবিতে শ্রদ্ধায় ও শোকে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
  • Update Time : ১১:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ১৫ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে ‘জুলাই শহিদ ও শোক দিবস’। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিনের কর্মসূচির শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কালো ব্যাজ ধারণ করেন এবং নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে উপাচার্য শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহিদ ইনতিশারুল হকের কবর জিয়ারত করেন।

ত্রিশালে অবস্থিত শহিদ ইনতিশারুল হকের কবর জিয়ারতে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন ও কর্মসূচি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

জানাগেছে, ইনতিশারুল হক ২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুরের মাওনা চৌরাস্তায় শাহাদাত বরণ করেন। কবর জিয়ারতের সময় শহিদের চাচা মো. নাজমুল হকের হাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন উপাচার্য। এসময় তিনি শহিদ পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

শহিদদের স্মরণে এবং দিবসটিকে চিরস্মরণীয় করে রাখতে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণও করা হয়।

Please Share This Post in Your Social Media

জাককানইবিতে শ্রদ্ধায় ও শোকে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
Update Time : ১১:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে ‘জুলাই শহিদ ও শোক দিবস’। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিনের কর্মসূচির শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কালো ব্যাজ ধারণ করেন এবং নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে উপাচার্য শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহিদ ইনতিশারুল হকের কবর জিয়ারত করেন।

ত্রিশালে অবস্থিত শহিদ ইনতিশারুল হকের কবর জিয়ারতে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন ও কর্মসূচি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

জানাগেছে, ইনতিশারুল হক ২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুরের মাওনা চৌরাস্তায় শাহাদাত বরণ করেন। কবর জিয়ারতের সময় শহিদের চাচা মো. নাজমুল হকের হাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন উপাচার্য। এসময় তিনি শহিদ পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

শহিদদের স্মরণে এবং দিবসটিকে চিরস্মরণীয় করে রাখতে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণও করা হয়।