জাককানইবিতে গাঁজা সেবনের অভিযোগে ৫ শিক্ষার্থী হল থেকে আজীবন বহিষ্কৃত
- Update Time : ১০:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ১৫৯ Time View
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিদ্রোহী হলে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা পড়ায় ৫ জন আবাসিক শিক্ষার্থীকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ১ জন অনাবাসিক শিক্ষার্থীর ভবিষ্যত আবাসিকতা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী হলের একটি কক্ষে শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রাথমিক তদন্তে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের প্রমাণ পাওয়ায় পাঁচজন আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অনাবাসিক ওই শিক্ষার্থীকে ভবিষ্যতে আবাসিক সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত শিক্ষার্থীদের তিন দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন –
অনিক,সংগীত বিভাগ,
আকিব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
সায়েম, হিসাববিজ্ঞান বিভাগ
সিহাব, সংগীত বিভাগ
সজিব, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ(অনাবাসিক)
সকলেই বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনার বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, “হলের একটি কক্ষে শিক্ষার্থীদের মাদক সেবনের খবর পেয়ে আমরা হল প্রশাসন সরেজমিনে যাই এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাই। শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে অভিযুক্ত শিক্ষার্থীরা দাবি করেছেন, ঘটনার সময় তারা রুমে একত্রে গল্প করছিলেন। হঠাৎ করে প্রভোস্ট উপস্থিত হয়ে তাদের নাম-পরিচয় জানতে চান এবং পরবর্তীতে তাদের সিট বাতিল করা হয়েছে বলে জানানো হয়। অভিযুক্তদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে কোনো ধরনের মাদকদ্রব্য বা আলামত পাওয়া যায়নি এবং তারা প্রত্যেকে আলাদা রুমে বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
























































































































































































