জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ,যুবকের যাবজ্জীবন

- Update Time : ০৮:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৩৯ Time View
রংপুরের বদরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রাসেল মিয়া (৩৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এছাড়া এক লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত রাসেল আদালতে উপস্থিত ছিলেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ নভেম্বর বিকেলে বদরগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে রাসেল মিয়া জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে হলুদ ক্ষেতে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই বছরের ২৯ নভেম্বর রাসেল মিয়াকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন।
পরবর্তীতে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি রাসেল মিয়ার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রায় সাড়ে পাঁচ বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট।