জর্জিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Update Time : ০৫:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৬ Time View
বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ না করায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, জর্জিয়ার জমজম রেস্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি,জর্জিয়া শাখা, যুক্তরাষ্ট্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহনেয়াজ হোসেইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক এবং সহ সাধারণ সম্পাদক শাহীন আমীন। সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্নাসহ নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে এর ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রাজনৈতিক আদর্শ নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আয়াজ আলী চৌধুরী তিনি বলেন, “স্বাধীনতার পর এ দেশে যখন দুঃশাসন, দুর্নীতি আর দমননীতি চলছিল, তখন শহীদ জিয়ার হাত ধরে বিএনপির জন্ম হয়। বিএনপি মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। আজ যখন গণতন্ত্র বিপন্ন, তখন জিয়ার আদর্শই আমাদের দিশা দেখাবে।”
সভাপতি শাহনেওয়াজ হোসেন বলেন, “বিএনপি জন্মলগ্ন থেকেই এ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।
সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক বলেন, “বিএনপি হচ্ছে জনগণের দল। শহীদ জিয়ার দেখানো পথে দল আজও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে প্রবাসীদের কণ্ঠও জোরালো হতে হবে।
সহ-সাধারণ সম্পাদক একে এম শাহনূর রহমান বলেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন স্বনির্ভরতা, শৃঙ্খলা ও দেশপ্রেম। আমরা প্রবাসী বিএনপি কর্মীরা তাঁর সেই আদর্শ লালন করি।
সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না বলেন, “প্রবাসী বিএনপি কখনোই নিষ্ক্রিয় ছিল না। প্রতিটি সংগ্রামে আমরা দলের পাশে ছিলাম, আছি এবং থাকব। শহীদ জিয়ার স্বপ্ন পূরণে সংগঠনকে শক্তিশালী করতে হবে।”
জিয়া পরিষদ জর্জিয়ার আহ্বায়ক নুরু ভূইয়া বলেন, “বিএনপি মানেই গণতন্ত্রের প্রতীক, আর শহীদ জিয়া মানেই সাহসের প্রতীক। আওয়ামী সরকারের অপশাসন থেকে দেশকে বাঁচাতে হলে বিএনপির কোনো বিকল্প নেই। প্রবাস থেকে আমরা দলের আন্দোলনকে জোরদার করতে বদ্ধপরিকর।”
এছাড়া উপস্থিত ছিলেন মোঃ ফজলে রহমান চৌধুরী, মোঃ স্বপন, বেলাল পারভেজ, মোঃ ভূঁইয়া নূর, মীর আহাম্মদ, আবু ফারাহ ইকবাল, আতিক মাসুদুর রহমান, মোঃ হাসান (বাছির), এ কে এম খান, মোঃ মাসুদ, আছিরুল হক ।
বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, সম্প্রতি জর্জিয়ায় অনুষ্ঠিত ফোবানা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা কিংবা বিএনপির অবদান নিয়ে কোনো স্মৃতিচারণ করা হয়নি, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য হতাশাজনক। তারা বলেন, ইতিহাসকে বিকৃত করার এই প্রচেষ্টা জাতির জন্য ক্ষতিকর এবং এর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি-অগ্রগতির জন্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়