জয়পুরহাটে ‘নিরাপদ সড়ক চাই’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- Update Time : ০৬:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৫৮ Time View
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই স্লোগানে জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে শেষ হয়। পরবর্তীতে নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ নূর ই আলম হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম ওয়াই মামুন খান চিশতী অতিরিক্ত পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জয়পুরহাট, আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মনিরুজ্জামান, উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রেডক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবী ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ, বাস মালিক গ্রুপের প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং সংগঠনের সড়ক যোদ্ধারা।
নওরোজ/এসএইচ