জম্মু-কাশ্মীরে অভিযানে তিন ভারতীয় সেনার মৃত্যু

- Update Time : ১২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ৩০১ Time View
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কুলগাম জেলায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় সেনা সদস্য। ভারতীয় সেনা ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সম্মুখ লড়াইয়ে তিন সেনা নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার ৪ আগস্ট সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সশস্ত্র লড়াই হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কাশ্মিরের দক্ষিণাঞ্চলীয় কুলগাম জেলার হালান বনাঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
তিনি আরও জানিয়েছেন, ওই অভিযান চালানোর সময় জঙ্গলের ভেতর থেকে জঙ্গিরা গুলি ছোড়ে। এর জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে তিন সেনা আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
কাশ্মিরের শ্রীনগরে সেনাবাহিনীর চিনার কর্পস এক টুইট বার্তায় সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘অপারেশন #হালান কুলগাম। হালান বনাঞ্চলের উচু স্থানে জঙ্গিদের অবস্থানের প্রেক্ষিতে ৪ আগস্ট ২০২৩ সালে অভিযান চালানো হয়। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে তিন সেনা আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। অভিযান অব্যাহত আছে।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের তীব্রতা বৃদ্ধি করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়