জমকালো আয়োজনে ২৫ বছরে পদার্পণ শেকৃবির

- Update Time : ০৯:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮৮ Time View
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, দৃষ্টিনন্দন আলোকসজ্জাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসজুড়ে আনন্দ-উৎসবমুখর পরিবেশে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন।
সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে কৃষি অনুষদের সম্মুখ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
শোভাযাত্রাটি কৃষি অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সয়েল মোড়, এম. মহবুবউজ্জামান ভবন, ভিসি বাংলো ও টিএসসি প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. আরফান আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “১৯৩৮ সালে বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান আজ দেশের কৃষি শিক্ষা ও গবেষণার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে ‘বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ নাম ধারণ করে প্রতিষ্ঠানটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
১৯৩৮ সালের ১১ ডিসেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ. কে. ফজলুল হকের উদ্যোগে ‘বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ হিসেবে প্রতিষ্ঠিত হয় এ প্রতিষ্ঠান। ২০০১ সালে জাতীয় সংসদে ‘Sher-e-Bangla Agricultural University Act’ পাস হওয়ার মধ্য দিয়ে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক ড. মো. শাদাত উল্লাহ। বর্তমানে এখানে প্রায় ৫ হাজার শিক্ষার্থী ও ৩৭০ জন শিক্ষক শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত আছেন।
২৪ বছরের পথচলায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ উৎসবে শিক্ষক-শিক্ষার্থী থেকে প্রাক্তনদের কণ্ঠে ধ্বনিত হয়েছে একই স্লোগান – “কৃষিই সমৃদ্ধি, কৃষিই আগামী।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়