ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

জবি প্রতিনিধি
  • Update Time : ১২:২১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ৭৫ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মৃত্যুবরণ করেছেন। তাকে দেখতে ঢাকা ন্যাশনাল মেডিকেলে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৃত হাসিবুর রহমানকে দেখতে আসেন তিনি। এর আগে, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তাঁর খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব  শামসুল আরেফিন বলেন, আমরা একসাথে বসেছিলাম।হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে হাসিবুর।  সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হাসিবুর জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। গোসল শেষে রাত ১২ টায় জবি ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

জবি প্রতিনিধি
Update Time : ১২:২১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মৃত্যুবরণ করেছেন। তাকে দেখতে ঢাকা ন্যাশনাল মেডিকেলে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৃত হাসিবুর রহমানকে দেখতে আসেন তিনি। এর আগে, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তাঁর খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব  শামসুল আরেফিন বলেন, আমরা একসাথে বসেছিলাম।হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে হাসিবুর।  সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হাসিবুর জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। গোসল শেষে রাত ১২ টায় জবি ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।