জবি কক্সবাজার জেলার নবীন বরণ অনুষ্ঠান

- Update Time : ০৫:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪২ Time View
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পড়তে আসা কক্সবাজার জেলা নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট ফয়সাল সিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে ছিলেন এস. এম তানভীর ফাহিম,ছাত্রদলের জবির সদস্য সচিব সামসুল আরেফিন সহ জেলা কল্যাণের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের সেক্রেটারি ইবনে সাবিত তারেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়সাল সিদ্দিকী বলেন, সমুদ্রের পার থেকে আমরা উঠে এসেছি,নানা প্রতিকূল পরিবেশ বাঁধা অতিক্রম করে আজ এই পর্যন্ত এসেছি । আমাদের জেলার শুধু ছাত্ররা এখন এগিয়ে নাই এর পাশাপাশি সমান গতিতে অগ্রগতি হচ্ছে নারী শিক্ষার্থীরা। আমার মনে হয় এই অগ্রগতি চলমান থাকবে কক্সবাজার জেলা কল্যাণের এবং এর সাথে নারী নেতৃত্বও সামনে চলে আসবে।
এছাড়াও জবির ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সমুদ্র নগরী থেকে উঠে এসেছে বহু খ্যতিমান ব্যক্তি বর্গ যারা অবদান রেখেছেন বাংলা সাহিত্য সহ বিভিন্ন খাতে। আমার বিশ্বাস আপনাদের এই জেলা কল্যায়নের থেকে আরো অনেক গুণী লোক এই বাংলায় খ্যাতি অর্জন করবে।
অনুষ্ঠানের বিষয়ে কক্সবাজার জেলা কল্যাণের যুগ্ন সাধারণ সম্পাদক সাজেদুল করিম বলেন, প্রথম বারের মতো আমরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা থাকলেও সবার উপস্থিতে এবং যাদের জন্য এই আয়োজন তাঁদের পরিশ্রম এবং উপস্থিতিতে আমাদের এই আয়োজন পরিপূর্ণতা পেয়েছে।