জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

- Update Time : ০৮:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ১১৯ Time View
হায়দরাবাদে নিজের বাড়ি থেকে কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোভিতা শিবন্নার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় হিন্দুস্তান টাইমস। একইসঙ্গে সিনেমা ও টেলিভিশনে অভিনয় করতেন শোভিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
পুলিশ সূত্রে খবর, শোভিতার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে। তবে কী কারণে এমন পথ বেছে নিলেন অভিনেত্রী তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, শোভিতার দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। গাছিবাউলি থানার পুলিশ আধিকারিক জানান, প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর তদন্ত শুরু করা বয়েছে।
শোভিতা অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘ওন্ধ কাথে হেলা’র উল্লেখযোগ। এছারা কয়েকটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করতেন তিনি। সেগুলোর মধ্যে ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কৃষ্ণা রুক্মিণী’ অন্যতম।
নওরোজ/এসএইচ